সবার আগে নক আউটে জার্মানি

মিরর স্পোর্টস ডেস্ক


জুন ২০, ২০২৪
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২৪
০৪:৫৯ পূর্বাহ্ন



সবার আগে নক আউটে জার্মানি
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪


ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে অন্যতম ফেভারিট জার্মানি। দাপটে জয়েই তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ২০২৪ সালের আসরের আয়োজকরা। হাঙ্গেরির বিপক্ষে তাদের জয় ২-০ গোলে। টানা দুই জয়ে সবার আগে শেষ ষোলোতে উঠে গেছে জার্মানি। দুই জয়ে ছয় পয়েন্ট অর্জন করায় ‘এ’ গ্রুপ থেকে অন্তত তৃতীয় সেরার একটি হয়ে হলেও নকআউটে ওঠা নিশ্চিত হয়েছে জুলিয়ান নাগলসম্যানের দলের। 


ঘরের মাঠে হাঙ্গেরির বিপক্ষে শুরুটা প্রত্যাশিত হয়েছিল জার্মানির। খেলার শুরুর দিকে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যায় জুলিয়ান নাগলসম্যানের দল। ইকেই গুন্দোয়ানের অ্যাসিস্টে ডান পায়ের শটে খেলার ২২ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম ওঠান গুন্দোয়ান নিজেও। খেলার ৬৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাডের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেছেন বার্সেলোনা প্লে-মেকার। 

আগামী রবিবার ফ্রাংকফুর্টে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে জার্মানি।

ওই ম্যাচে জিতলে ‘এ’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলোতে খেলবে নাগলসম্যানের দল। অন্যদিকে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় এখন হাঙ্গেরিয়ানরা। শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। 

এএন/০২