৭২ যাত্রী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২৪
০৭:১৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৪
০৭:২০ পূর্বাহ্ন



৭২ যাত্রী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

৭২ যাত্রী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত


কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের প্লেনটিতে ৭২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর স্কাই নিউজের।

আজ বুধবার কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, প্লেনটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং সে সময় দুর্ঘটনার কবলে পড়ে।

কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

জিসি / ০৩