সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫
০৪:৫৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২৫
০৮:০৯ পূর্বাহ্ন
বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারি বাড়াতে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাদের সহযোগিতা চেয়েছেন।
আজ রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ডের ডাভোস সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসসচিব শফিকুল আলম এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে আলাদা বৈঠক করেন।
সেখানে বাংলাদেশের আসিয়ানে সদস্য হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়। রোহিঙ্গা সংকট সমাধানেও সহায়তা চাওয়া হয়।’
প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘আসিয়ানের সদস্য হওয়া মানে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন হওয়া। এতে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, বড় বাজার উন্মুক্ত হবে। যদি সদস্য পদ পাওয়া যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না।
তিনি জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শিপিং জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মায়ানমার আসিয়ানের সদস্য, তাই এই দুই দেশকে বলা হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করার জন্য।
এখনো রোহিঙ্গারা বাংলাদেশে আসছে জানিয়ে শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এএফ/০৩