সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টনে প্রাপ্য চ্যাম্পিয়ন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১১, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন



সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টনে প্রাপ্য চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র রাবীদ হাসান খান প্রাপ্য ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সিডনিতে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন প্রাপ্য । প্রতিযোগিতায় ছিল দুটি ইভেন্ট; পুরুষ দ্বৈত এবং মিশ্র দ্বৈত। দুই বিভাগেই রাবীদ হাসান চ্যাম্পিয়ন হয়েছেন। ইভেন্ট দুটিতে তার সঙ্গী ছিলেন সাদমান রউফ ও রুথবা মামুন। এই দুই ইভেন্টের ফাইনালে ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের জুটি প্রথম সেটে হেরে যায়। কিন্তু দারুণভাবে তারা শেষ দুটি সেটে ম্যাচে ফিরে জিতে নেয় চ্যাম্পিয়ন ট্রফি। উভয় বিভাগে অনবদ্য পারফরম্যান্স দেখানো রাবীদ হাসান টুর্নামেন্টের সেরা পুরুষ খেলোয়াড়ের ট্রফি পান। সেরা নারী প্রতিযোগীর শিরোপা জিতেছেন আনিসা হক।
অস্ট্রেলিয়ার সিডনিতে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের প্রতি বছরের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র রাবীদ হাসান খান খুব পরিচিতি মুখ। গেল বছর এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নেমে অল্পের জন্য শিরোপা জিততে পারেননি। সে দফায় উভয় ইভেন্টে রাবীদ রানার্স আপ হয়েছিলেন।
এএন/০৭