সিলেট জেলা ফুটবলারদের রিপোর্ট আজ

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ২৯, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



সিলেট জেলা ফুটবলারদের রিপোর্ট আজ


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা ফুটবল দল গঠনে নির্বাচিত খেলোয়াড়দেরকে (পজিশন অনুযায়ী) আজ মঙ্গলবার বেলা ৩টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে খেলার সরঞ্জামাদিসহ উপস্থিত থেকে সিলেকশন কমিটির সদস্য মো. সিরাজ উদ্দিনের নিকট রিপোর্ট তথা নাম তালিকাভুক্ত করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।

নির্বাচিত খেলোয়াড়রা হচ্ছে-

গোলরক্ষক : শামছুল আহমদ, হিলাল আহমদ, জুয়েল আহমদ, মাছুম ও সুজন।

ডিফেন্ডার : জামিল, সমুজ আলী, রোমান মাইকেল, নাফিস ইকবাল আঙ্গুর, রুমেল আহমদ, রাজন খান, কামরান রাজু, আলফাজ, দেলোয়ার, রায়হান (ফেঞ্চুগঞ্জ) ও জুনেদ (বিয়ানীবাজার)।

মধ্যমাঠ : সাদ্দাম, অপু চৌধুরী, মানিক, নাবিল আহমদ, লিমন, নিশাদ, রকিব, আব্দুল্লাহ, ক্যান মালাং ও সাদিক।

আক্রমণভাগ : মহীউদ্দিন রাসেল, হোসাইন মোহাম্মদ আরিফ, জসিম, ন্যাথানিয়েল থ্যাকসান, রাসেল (ওসমানীনগর), মারজুক, মিনহাজ, সজিব, সাকি ও কবির। 

এএন/০১