লংকানদের জালে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৯, ২০২১
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৯:০৪ অপরাহ্ন



লংকানদের জালে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ফাইনালে উঠতে ড্র হলেই চলত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের। তবে সেই পথ বেছে না নিয়ে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলল তারা। প্রথমার্ধে চারবার জালে বল পাঠানোর পর দ্বিতীয়ার্ধে আরও আটবার লক্ষ্যভেদ করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে তারা জায়গা করে নিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মঞ্চে।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১২-০ গোলে জিতেছে বাংলাদেশ। 

আগামী ২২ ডিসেম্বর একই ভেন্যুতে হতে যাওয়া ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত। লিগ পর্বে দুই দলের দেখায় শামসুন্নাহার সিনিয়রের পেনাল্টিতে ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। 

আরসি-১৭