রিয়াল মাদ্রিদকে হারাল কাদিস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন



রিয়াল মাদ্রিদকে হারাল কাদিস

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বধ করেছে নবাগত কাদিস। দারুণ পারফরম্যান্সে  জিনেদিন জিদানের দলকে হারিয়ে অসাধারণ এক জয় পেল দলটি। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেলে ১-০ গোলে হারে রিয়াল। একমাত্র গোলটি করেন লোজানো। এই প্রথম স্পেনের সফলতম দলটির মাঠে জিতল কাদিস। ২৯ বছর পর এই দলের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আর চলতি মৌসুমে এটা তাদের প্রথম হার।
লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হারল রিয়াল। ২০১৯ সালের ১৯ মে সবশেষ হেরেছিল তারা; রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে।
ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল। তিন দিন পর লিগে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এর তিন দিন পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে দলের এমন সাদামাটা পারফরম্যান্স জিদানের কপালে ভাঁজ ফেলতে বাধ্য।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা কাদিসের পয়েন্ট সমান ১০। পাঁচ ম্যাচ খেলা গ্রানাদার পয়েন্টও ১০, তিনে আছে তারা।
এএন/০৭