সিলেটসহ কয়েকটি অঞ্চলে বয়ে গেল কালবৈশাখী ঝড়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন



সিলেটসহ কয়েকটি অঞ্চলে বয়ে গেল কালবৈশাখী ঝড়

ফাইল ছবি

দিনভর ছিল তীব্র গরম। এরপর রাত ১২টা নাগাদ নগরে শুরু হয় ঝড়ো বাতাস। সেইসঙ্গে উড়েছে ধুলো। ঠাণ্ডা বাতাসের সঙ্গে সিলেটসহ সারাদেশে ঝরেছে বৃষ্টিও। এই বৃষ্টিতে তাপমাত্রা কমে আসবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

ঝড়ের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৮৫ কিলোমিটার। তবে এই গতিবেগের স্থায়িত্ব ছিল এক মিনিটেরও কম। বাকি সময়ে ঝড়ের গতি ছিল কম। ঝড় শুরু হয় রাত ১০ টা ১০ মিনিটে, শেষ হয় ১০ টা ৪০ মিনিটে।

এদিকে ঝড়ে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর হেয়ার রোডে সড়কের পাশে থাক গাছের ডাল ভেঙে পড়েছে। এছাড়া দুয়েক জায়গায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।  ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছে, ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার মৌলভীবাজার, সীতাকুণ্ড, নোয়াখালী,  ফেনী, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে।

আরসি-০৫