র‌্যাংকিংয়ে এক লাফে ৩৭ ধাপ এগুলেন মাহমুদুল জয়ের

খেলা ডেস্ক


এপ্রিল ০৬, ২০২২
০৮:০১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৮:০১ অপরাহ্ন



র‌্যাংকিংয়ে এক লাফে ৩৭ ধাপ এগুলেন মাহমুদুল জয়ের

ওপেনার মাহমুদুল হাসান জয়

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লেও প্রথম টেস্টে লজ্জাজনক হার মেনেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়েছে। তবে প্রথম ইনিংসে ১৩৭ রান করে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। এই ইনিংসের কল্যাণে র‌্যাংকিংয়েও দিয়েছেন বড় লাফ।

সম্প্রতি আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন তরুণ এই ব্যাটার। এক লাফে ৬৬তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল জয়। অন্যদিকে, র‌্যাংকিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার অবস্থান ৪৫তম স্থানে। মুশফিকুর রহিম রয়েছেন ২৮তম স্থানে। লিটন দাসও দুই ধাপ পিছিয়ে ১৭তম স্থানে রয়েছেন। র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশানে। দুইয়ে আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ।

এদিকে, টেস্টের বোলিং র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে উঠে এসেছেন এবাদত হোসেন। দারুণ বোলিং করা আরেক পেসার তাসকিন আহমেদও দুই ধাপ এগিয়েছেন। ৯১তম স্থানে অবস্থান করছেন তিনি। এছাড়া ৩২তম স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।


এএফ/০৯