সুনামগঞ্জ সংবাদদাতা
নভেম্বর ১৭, ২০২২
০৭:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০৯:২১ অপরাহ্ন
ছবি- প্রতীকি
সিলেট ও মৌলভীবাজারের পর এবার সুনামগঞ্জেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। আগামীকাল শুক্র ও শনিবার জেলায় বাস-মিনিবাস চলবে না।
বিষয়টি নিশ্চত করেছেন সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সমিতির বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।
এদিকে, বিএনপির সমাবেশে লোকজন আসা ঠেকাতেই এমন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন দলটির নেতাকর্মীরা।
এর আগে বুধবার সিলেটে একদিন (শনিবার) ও মৌলভীবাজারে দুদিন (শুক্র ও শনিবার) বাস ধর্মঘটের ডাক দেন স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও আজ বৃহ্স্পতিবার দুপুরে হবিগঞ্জেও ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর-মালিক গ্রুপ। তারা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।
এএফ/০১